কলকাতায় টানা রাতভর বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বেনিয়াপুকুর, কালীকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট, একবালপুর, বেহালা ও হরিদেবপুরে আলাদা ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
দুর্গাপূজার ঠিক আগে এমন দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ ও পূর্ব কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। গড়িয়া কামডহরিতে কয়েক ঘণ্টায় ৩৩২ মিমি, যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালীঘাটে ২৮০ মিমি, টপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।
জল ঢুকে পড়েছে বহু বাড়িতে, ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পত্তি। স্কুলে ছুটি ঘোষণা হয়েছে। বিমানবন্দরের রানওয়েতেও জল জমেছে, ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সতর্কবার্তা জারি করেছে।
কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, এই দুর্যোগের কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “এত জল আগে দেখিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।”