ভূমিকম্পের আতঙ্ক নিয়ে ঘুম ভাঙল কলকাতা শহরবাসীর। মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পনের রেশ পৌঁছায় বাংলাদেশেও। পার্শ্ববর্তী ওড়িশাতে এর তীব্রতা ছিল ৪.৩।
জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্রের তথ্য বলছে, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরে ৯১ কিলোমিটার গভীরে। ওড়িশা থেকে ১৭৫ কিমি দূরে। সেখানে এর তীব্রতা ছিল ৪.৩। বাংলাদেশেও এই কম্পন টের পাওয়া গিয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কম্পনের আভাস মিলেছে বাংলাদেশেও।

