কলেজ ক্যাম্পাসে ‘ছেঁড়া’ জিন্স বা কোনও ‘ছেঁড়া’ পোশাক পরে ঢোকা যাবে না। পড়ুয়া এবং কর্মীদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ।
কলেজের বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, ‘কৃত্রিম ভাবে ছেঁড়া’ ট্রাউজার্স পরে ঢোকা যাবে না। এই নির্দেশ অমান্য করলে তাঁকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে। স্পষ্ট উল্লেখ করা রয়েছে নির্দেশিকায়। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তেও প্রশ্ন তুলেছে পড়ুয়াদের একাংশ। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপ করছেন। রিপড জিন্স পরার চল রয়েছে শহরে। সেক্ষেত্রে কেউ রিপড জিন্স পরে এলে এতে খারাপের কি আছে? যুক্তি খুঁজে পাচ্ছেন না অনেকেই।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকে হিজাব পরা নিয়ে কলেজের জারি করা নোটিশে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এইনিয়ে মামলা আদালত অব্দি গড়িয়েছে। এবারে ছেঁড়া জিন্স নিয়ে নতুন বিতর্ক শুরু করছে কি কলেজ! সেটা সময়ই বলবে।