রাঁচির মাঠে ফের ইতিহাস গড়লেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে তিনি করলেন দুরন্ত শতরান, যা তাঁর ওয়ানডে কেরিয়ারের ৫২তম সেঞ্চুরি। এর ফলে তিনি ছাপিয়ে গেলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকে, যাঁর নাম এতদিন পর্যন্ত একক ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে শীর্ষে ছিল। কোহলি ১০২ বলে শতরান পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ১৩৫ রানে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৫টি ছয় ও ৭টি চার।
এতেই শেষ নয়। কোহলি ছক্কার সংখ্যায়ও টেক্কা দিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকে। আন্তর্জাতিক ক্রিকেটে পন্টিংয়ের ছয়ের সংখ্যা ছিল ২১৭। রাঁচির ম্যাচে নান্দ্রে বার্গারের বলে সোজা ছক্কা হাঁকিয়ে সেই রেকর্ড ভেঙে ফেলেন কোহলি। এই ইনিংসের মাধ্যমে তিনি প্রমাণ করলেন, সমালোচনার মাঝেও তাঁর ক্লাস স্থায়ী।
২৮০ দিন পর ওয়ানডেতে শতরান করে কোহলি আবারও দেখালেন তাঁর রানের ক্ষুধা। রাঁচি যে তাঁর সৌভাগ্যের মাঠ, তা আরও একবার প্রমাণিত হল। মহেন্দ্র সিং ধোনির শহরে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। কোহলির এই ইনিংস ভারতীয় ক্রিকেটে নতুন উদ্দীপনা এনে দিল এবং সমর্থকদের উচ্ছ্বাসে ভরিয়ে দিল স্টেডিয়াম।

