জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৩২

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার চাশোটি এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির পর আকস্মিক বন্যায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সকাল ১১টা নাগাদ, যখন বহু ভক্ত মচাইল মাতা যাত্রায় অংশ নিতে ওই এলাকায় উপস্থিত ছিলেন।

দুর্যোগের সময় অনেকেই চা খাওয়ার জন্য থেমেছিলেন, তখনই সেনা কর্মীরা সতর্ক করে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন এক আহত যাত্রী। আহতদের মধ্যে ৭৬ জনকে কিশ্তওয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় আনা হয়। অধিকাংশকে পরে জম্মুতে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য।

এই ঘটনায় স্থানীয় বিধায়ক ও জম্মু ও কাশ্মীরের বিরোধী দলনেতা সুনীল কুমার শর্মা জানিয়েছেন, “চাশোটি এলাকায় বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। হঠাৎই দুর্যোগ নেমে আসে।” হাসপাতাল ও প্রশাসনের তরফে উদ্ধার ও চিকিৎসা কাজ চলছে। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসন ও সেনা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।

About The Author