রাজ্যে এবার পালিত হবে ‘খেলা হবে’ দিবস! বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে এবার পালিত হবে ‘খেলা হবে’ দিবস। মঙ্গলবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

একুশের নির্বাচনী প্রচারে রাজ্যজুড়ে বেজায় জনপ্রিয় হয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। এবার সেই স্লোগানকে সামনে রেখে এগোতে চাইছে রাজ্য সরকার। এই নামে প্রকল্প আনার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার শুধু প্রকল্প নয়, রাজ্য সরকার পালন করবে ‘খেলা হবে’ দিবস। মঙ্গলবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোন তারিখে এই দিবস পালন হবে, তা এখনও নির্ধারণ হয়নি। তবে এই দিন ৫০ হাজার ফুটবল দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে। গ্রামে গ্রামে এই খেলা হবে।” কবে এই দিন পালিত হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।