‘সবরকম সাহায্যের জন্য প্রস্তুত ভারত’ খালেদা জিয়ার সুস্থতা কামনা মোদীর

নয়াদিল্লি: বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর।

তিনি বলেন, “ম্যাডাম লড়াই করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও পরিস্থিতি ক্রিটিক্যাল।” এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

মোদী আরও লিখেছেন, বাংলাদেশের জন্য খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত।”

খালেদা জিয়ার চিকিৎসায় ইতিমধ্যেই দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাঁর লিভার, কিডনি ও শ্বাসকষ্টজনিত সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। বিএনপি নেতারা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে দেশজুড়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রার্থনা শুরু হয়েছে।

About The Author