ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বুধবার বিকেলে তাঁর স্বামী ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় তাঁর জানাজা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিন বাহিনীর প্রধানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ। লাখো মানুষ চোখের জলে বিদায় জানান তাঁদের প্রিয় নেত্রীকে।
জানাজার নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক। এর আগে সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানের বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে তারেক রহমান মায়ের কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করেন।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায়। দুপুরের পর সেখানে খালেদা জিয়ার কফিন পৌঁছায় এবং স্বামীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক অবদান ও সংগ্রাম আজ ইতিহাসের পাতায় অমর হয়ে রইল।

