‘মুসলিম হলেই একের বেশি বিয়ে করা যায় না’, তাৎপর্যপূর্ণ মন্তব্য কেরল হাইকোর্টের

‘মুসলিম হলেই একের বেশি বিয়ে করা যায় না’, কেরল হাই কোর্টের এই পর্যবেক্ষণটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রসঙ্গকে স্পষ্টভাবে তুলে ধরেছে।
আদালত জানিয়েছে, মুসলিম ব্যক্তির একাধিক বিয়ে করার অধিকার কোরানে শর্তসাপেক্ষে অনুমোদিত—এটি কোনও অবারিত অধিকার নয়। মূলত, যদি একজন ব্যক্তি তাঁর সমস্ত স্ত্রীকে সমানভাবে ভরণপোষণ ও সুবিচার দিতে না পারেন, তবে তাঁর একাধিক বিয়ে করা গ্রহণযোগ্য নয়।

এই রায় এসেছে এমন একটি মামলায়, যেখানে একজন মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে ভরণপোষণের দাবি জানান। স্বামী একজন ভিক্ষাজীবী, যিনি দ্বিতীয় স্ত্রীকে হুমকি দেন যে তিনি তৃতীয়বার বিয়ে করবেন। আদালত এই পরিস্থিতিকে শরিয়া আইনের অপব্যবহার হিসেবে চিহ্নিত করে এবং বলেন, কোরানও এমন বিয়েকে সমর্থন করে না যদি সুবিচার ও সামর্থ্য না থাকে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোরান অধ্যায় ৪:৩ এবং ৪:১২৯-এ বলা হয়েছে, সুবিচার করতে না পারলে একাধিক বিয়ে করা উচিত নয়।মুসলিম সমাজের অধিকাংশ মানুষই একটিমাত্র বিয়ে করেন, এমনকি তাঁদের আর্থিক সামর্থ্য থাকলেও। রাষ্ট্রের দায়িত্ব এমন ব্যক্তিদের যথাযথ পরামর্শ দেওয়া, যাতে তাঁরা ধর্মীয় আইন সম্পর্কে সচেতন হন এবং অন্যায় না করেন।

  • কোরান মতে, সুবিচার করতে না পারলে একাধিক বিয়ে করা উচিত নয়। মুসলিম সমাজের অধিকাংশ মানুষই একটিমাত্র বিয়ে করেন, এমনকি আর্থিক সামর্থ্য থাকলেও।

About The Author