“টেনে দুটো চড় দেওয়া উচিত ছিল”, অমিতাভের সামনে নাবালকের দুর্ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র বিশেষ পর্ব ‘KBC জুনিয়র’-এ সম্প্রতি হাজির হয়েছিল গুজরাটের গান্ধীনগরের পঞ্চম শ্রেণির ছাত্র ইশিত ভাট। কিন্তু তার উপস্থিতি যতটা প্রত্যাশিত ছিল, আচরণ ততটাই অপ্রত্যাশিত।

বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিকবার অশোভন মন্তব্য, টোকা দেওয়া এবং হাস্যকর মন্তব্য করে সে দর্শকদের মধ্যে বিরক্তি ছড়ায়। “বিগ বি আঙ্কল, আপনি তো ভুল করেন!”—এই ধরনের মন্তব্যে অনেকেই হতবাক।

ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় ওঠে। কেউ বলেন, “দুটো চড় দেওয়া উচিত ছিল”, আবার কেউ বলেন, “এই প্রজন্মের শিশুরা বড়দের সঙ্গে কথা বলার শিষ্টাচার জানে না।” অনেকেই শিশুটির অভিভাবকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

অমিতাভ বচ্চন যদিও পুরো ঘটনার সময় অত্যন্ত সংযত ছিলেন। তিনি হাসিমুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং শিশুটিকে বুঝিয়ে বলেন। তাঁর এই ধৈর্য ও সৌজন্য আবারও প্রমাণ করে, একজন সত্যিকারের তারকা শুধু প্রতিভায় নয়, আচরণেও আলাদা হয়ে ওঠেন।

এই ঘটনার মাধ্যমে সমাজে শিশুদের আচরণ, অভিভাবকদের দায়িত্ব এবং টেলিভিশন শো-র প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। KBC-র মতো জনপ্রিয় মঞ্চে এমন ঘটনা দর্শকদের ভাবিয়ে তুলেছে—শুধু বিনোদন নয়, মূল্যবোধও কি তুলে ধরা উচিত নয়?

About The Author