কাজিরাঙ্গায় জন্ম নিল ‘মায়াবিনী’, জুবিনের স্মৃতিতে হস্তিকন্যার নামকরণ

বিশ্ব প্রাণী দিবসে কাজিরাঙায় জন্ম নিল হাতির কন্যা ‘মায়াবিনী’, জুবিন গার্গের গানের নামে নামকরণে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি।

গুয়াহাটি: বিশ্ব প্রাণী দিবসে কাজিরাঙা ন্যাশনাল পার্কে এক আবেগঘন মুহূর্তে জন্ম নিল এক হাতির কন্যা, যার নাম রাখা হয়েছে ‘মায়াবিনী’। এই নামকরণ প্রয়াত অসমীয়া সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের প্রতি এক অন্তরঙ্গ শ্রদ্ধাঞ্জলি।

‘মায়াবিনী রাতির বুকুত’—গার্গের প্রিয় গান, যা তাঁর মৃত্যুর পর ভক্তদের কাছে অ্যান্থেম হয়ে ওঠে, সেই গান থেকেই নেওয়া হয়েছে এই নাম।

হাতির মা ‘কুয়াড়ি’ কাজিরাঙার অন্যতম প্রবীণ সদস্য, যিনি প্রায় চার দশক ধরে বন দপ্তরের সঙ্গে যুক্ত। তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে ৪ অক্টোবর দুপুরে। বনমন্ত্রী চন্দ্র মোহন পাতোয়ারি জানিয়েছেন, “জনগণের ভালোবাসা ও আবেগ থেকেই এই নাম এসেছে—মায়াবিনী মানে নতুন জীবন, আশার প্রতীক।”

এই নামকরণে কাজিরাঙার বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা যেমন আছে, তেমনই আছে এক শিল্পীর প্রতি প্রকৃতির নীরব শ্রদ্ধা। জুবিন গার্গের জীবনের সঙ্গে পশুদের ছিল গভীর সম্পর্ক—তিনি নিজে আহত পশুদের চিকিৎসা করাতেন, বন্যা পরিস্থিতিতে উদ্ধারেও অংশ নিতেন। তাই ‘মায়াবিনী’-র জন্ম যেন তাঁর সুরের ছায়ায় প্রকৃতির এক নতুন অধ্যায়।

About The Author