কলকাতা: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের নাম বিভ্রাট। রাজধানীর কর্তব্যপথে পশ্চিমবঙ্গের ট্যাবলো উপস্থাপনের সময় ঘোষিকা স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নাম ভুল উচ্চারণ করে বলেন “মান্তাগিনী হাজরা”। মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং শুরু হয় তীব্র সমালোচনা।
বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত। তাঁর নাম এভাবে বিকৃত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় বলেন, “স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলেই এমন ভুল হয়। এটি মাতঙ্গিনী হাজরার প্রতি চরম অসম্মান।”
এর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম নিয়েও বিভ্রাট হয়েছিল। ফলে একের পর এক ভুল উচ্চারণে কেন্দ্রীয় সরকারের সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন উঠছে।
এ বছরের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল “স্বতন্ত্র কা মন্ত্র: বন্দে মাতরম”। পশ্চিমবঙ্গের ট্যাবলোতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, রবীন্দ্রনাথ ঠাকুর ও ক্ষুদিরাম বসুর মডেল স্থান পেয়েছিল। কিন্তু নাম বিভ্রাটে গৌরবময় ইতিহাসের মাঝেই বিতর্কে জড়িয়ে পড়ল অনুষ্ঠান।

