Karachi: পাক পুলিশ দপ্ত‌রে তালিবানি জঙ্গি হামলা, মৃত ৭

পাকিস্তানে পুলিশের সদর দপ্তরে জঙ্গিবাহিনীর হামলা। মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর এবার পাকিস্তানের করাচিতে শীর্ষ পুলিশ কর্তার দপ্ত‌রে আত্মঘাতী হামলার আয়োজন। পুলিশ-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৭ জনের। এই ঘটনার দায় নিয়েছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠী। মৃতদের মধ্যে পাঁচ জঙ্গি এবং এক পুলিশ কর্মী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, শ্রুক্র‌বার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে একটি সশস্ত্র দল আচমকা করাচির শীর্ষ পুলিশ কর্তার দপ্ত‌রে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও। সংঘর্ষে বেশ কয়েক জন জঙ্গির মৃত্যু হয়েছে। কয়েক জন পুলিশকর্মী-সহ আহতও হয়েছেন বেশ কয়েক জন।  শেষ খবর অনুযায়ী, ঘটনা নিয়ন্ত্রনে আনা গেছে। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ সংশ্লিষ্ঠ পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এর পেছনে যাঁরা জড়িত তাঁদের উচিৎ শাস্তি দেওয়া হবে।’

https://twitter.com/BattaKashmiri/status/1626612604264394752

 

About The Author