প্রকাশ্যে এক সিআইএসএফ জওয়ানের হাতে চড় খেলেন বিজেপির সদ্য সাংসদ কঙ্গনা রনাউত। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এমন কাজ করলেন তিনি? কেন চড় মারলেন সদ্য বিজেপির টিকিটে যেটা অভিনেত্রী কঙ্গনাকে।
জানা গেল, নিজের মায়ের অপমানের জবাব দিতে কঙ্গনা রনাউতকে সপাটে চর কষিয়েছেন সিআইএসএফ মহিলা কর্মী কুলবিন্দর কৌর। বুধবার যে বিমানবন্দরে এই ঘটনা ঘটল, সেখানে কর্তব্যরত ছিলেন মহিলা CISF কর্মী কুলবিন্দর কৌর। সামনে দিয়ে অভিনেত্রি জাচ্ছিলেন দিল্লির উদ্দেশ্যে, তখনই এমন কাণ্ড ঘটান তিনি।
মহিলা জওয়ান জানালেন, কিষান আন্দোলন চলাকালীন আন্দোলনে সামিল হওয়া মহিলাদের নিয়ে কু কথা বলেছিলেন কঙ্গনা। বলেছিলেন, ১০০ টাকার জন্য মহিলারা আন্দোলনে বসে পরছে। সেখানে তাঁর মাও ছিলেন। কঙ্গনার কথায় ভিষন আঘাত পেয়েছিলেন কুলবিন্দর। মনে রাগ পুষে রেখেছিল। এদিন সামনে পেয়েই কঙ্গনা কে জরে চড় কষিয়ে দিলেন তিনি।
ঘটনার পরই CISF কর্মী কুলবিন্দর কৌরকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করছেন উচ্চ পদস্থ কর্তারা।