পঞ্চম দফার ভোট শুরুতেই ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টের মৃত্যু। উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভার একটি ভোট কেন্দ্রের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল এক পোলিং এজেন্টের। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম অভিজিৎ সামন্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে দাবি করা হচ্ছে। ১০৭ নম্বর বুথে পোলিং এজেন্ট ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় বুথের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, ভোট শুরুর পরে বুথের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু তাঁকে হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা মেলেনি বলে অভিযোগ বিজেপি-র। প্রাথমিক ভাবে হৃদরোগ মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই কামারহাটি বিধানসভায় তৃণমূল প্রার্থী মদন মিত্র, বিজেপি-র প্রার্থী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সায়নদীপ মিত্র। তাদের প্রত্যেককেই সকালে থেকে বিভিন্ন বুথে ঘুরতে দেখা গিয়েছে।
West Bengal: Election Commission has sought a report over the sudden death of a BJP polling agent at booth number 107 in Kamarhati today
"His name is Abhijeet Samant. Nobody helped him, there is no facility for treatment here," says brother of the deceased BJP polling agent pic.twitter.com/vYRvzrbIYC
— ANI (@ANI) April 17, 2021