Kaliganj ByPoll: শাসকদলকে ভোট না দেওয়ায় প্রতিহিংসা! বোমার আঘাতে মৃত্যু নাবালিকার

তৃণমূলের জয় নিশ্চিত বুঝেই বিজয় উল্লাস! আর সেখান থেকেই সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ।

বোমার আঘাতে মৃত্যু হল ১০ বছরের এক নাবালিকার। ঘটনাটি নদীয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের।

জানা গেল, নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন। ছিন্নভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

মৃতার মায়ের অভিযোগ, তাঁরা সিপিএম ভোটার। সেই কারনেই ইচ্ছে করে প্রতিহিংসা চরিতার্থ করেছে তৃণমূলের লোকজন।

এ বিষয়ে তৃণমূল নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে। দোষীরা যাতে ছাড়া না পায়। তবে তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে, এমন অভিযোগ মানতে নারাজ তিনি। তার কথায়, এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে।

এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন, এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়।

About The Author