কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সন্ন্যাসীকাটায়

রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় কুতাবগছ কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। মন্দির কমিটির দাবি, বেশ কিছু সোনা এবং রুপার অলংকার সহ নগদ বেশ কয়েক হাজার টাকা গায়েব।

জানা গিয়েছে, রোজকার মত এদিন দুপুরে মন্দিরের গেট খুলতে এসে দেখা যায় মন্দিরের গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে মা কালীর প্রতিমায় সোনা, রুপার অলংকার সহ প্রণামী বাক্সে থাকা বেশ কয়েক হাজার টাকা চুরি হয়েছে। বিষয়টি রাজগঞ্জ থানায় জানাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়রা জানান ওই এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

স্থানীয়দের একাংশের দাবি, মন্দির কমিটির জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে ঝামেলা চলছে বেশ কদিন ধরে। এই ঘটনার পেছনে তাঁদের হাত রয়েছে কি না সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

About The Author