কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার ২৩ বছরের যুবক। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের। প্রিজন ভ্যানে প্রতিমা তোলার বিতর্কে উত্তাল বাংলার রাজনীতি।
কাকদ্বীপে মা কালীমূর্তি ভাঙার ঘটনায় অবশেষে গ্রেফতার হল এক যুবক। বুধবার গভীর রাতে পুলিশ নারায়ণ হালদার (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সূর্যনগর নস্কর পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একটি মন্দিরে প্রতিমা ভাঙার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রতিমার মাথা ভেঙে ফেলে দেওয়া হয়। ঘটনার পর পুলিশ প্রিজন ভ্যানে প্রতিমা তুলে নিয়ে যায়, যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে “বাংলাদেশের মতো” বলে অভিহিত করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন।
পুলিশের দাবি, ধৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন, এবং জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তাঁকে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই ঘটনা কি নিছক স্থানীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র?