ডিউটি শেষে ঘুরতে যাচ্ছিলেন চার বন্ধু, গাড়ির ধাক্কায় মৃত্যু জুনিয়র চিকিৎসকের

শিলিগুড়ি: উত্তরবঙ্গের নকশালবাড়িতে কুয়াশাচ্ছন্ন রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক উদীয়মান চিকিৎসক।

রবিবার রাতে ডিউটি শেষে পানিঘাটা যাচ্ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চারজন জুনিয়র ডাক্তার। কদমমোড় এলাকায় তাঁদের গাড়ির সঙ্গে শিলিগুড়ি থেকে আসা একটি চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন কলকাতার বাসিন্দা জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ভাদুড়ি। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সায়ন্তনীর সঙ্গে থাকা আরও তিনজন জুনিয়র চিকিৎসক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর নকশালবাড়ি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় চালকেরা সামনে আসা গাড়ি দেখতে পাননি। ফলে আচমকাই সংঘর্ষ ঘটে। এই শীতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বারবার কুয়াশাজনিত দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সায়ন্তনীর মৃত্যুতে শোকাহত তাঁর সহপাঠী ও শিক্ষকরা। চিকিৎসক মহলে এক উদীয়মান প্রতিভাকে হারানোর বেদনা ছড়িয়ে পড়েছে। তাঁর দেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

About The Author