মালদা: ‘২১ জুলাই মানেই তৃণমূলের ডিমভাত দিবস! শহিদ দিবসের মঞ্চে শহিদ পরিবারের কাউকে দেখা না গেলেও, দেবকে দেখা যায় পাগ্লু ড্যান্স করতে’, তৃণমূলের শহিদ দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়ে এমন মন্তব্য বিজেপির যুব নেতার।
আগামী ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবস উদযাপনের দিনই নারী নির্যাতনের প্রতিবাদে এবং কন্যা সুরক্ষার দাবিতে রাজ্য জুড়ে ‘উত্তরকন্যা অভিযান’-এর ডাক দিয়েছে বিজেপি। সেই অভিযানের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার মালদায় মহা মিছিল করল বিজেপি যুব মোর্চা। পুরাতন মালদা থেকে শুরু হয়ে এই মিছিল পরিক্রমা করে মালদা শহরের রাজপথ। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান জেলা বিজেপির একাধিক নেতা।
মিছিলে উপস্থিত মালদা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “তৃণমূলের শহিদ দিবসে শহিদদের সম্মান না দিয়ে অভিনেতা দেবকে দিয়ে ‘পাগলু ড্যান্স’ করানো হয়। অথচ শহিদদের পরিবারের কাউকেই মঞ্চে দেখা যায় না।”