আইফোন কোম্পানিতে চাকরির টোপ দিয়ে উত্তরবঙ্গের ৫৬ যুবতীকে পাচারের চেষ্টা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করল জিআরপি ও আরপিএফ। তদন্তে নেমেছে পুলিশ।
শিলিগুড়ি: চাকরির প্রলোভনে উত্তরবঙ্গের ৫৬ জন যুবতীকে পাচারের ছক ভেস্তে দিল রেল পুলিশ।
আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে যুবতীদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু বাস্তবে তাদের তোলা হয় এনজেপি-পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে, টিকিট ছাড়াই, হাতে সিল মারা কোচ ও বার্থ নম্বর দিয়ে।
নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি ও আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে ৫৬ জন যুবতীকে উদ্ধার করে। ঘটনায় দুই পাচারকারী—জিতেন্দ্র পাশওয়ান ও চন্দ্রিকা—কে আটক করা হয়েছে। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, পাচারচক্রের মূল হোতা ও নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
যুবতীদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে উপস্থিত হন। শিলিগুড়িতে এরজন্য নাকি ৩ মাস ট্রেনিং করানো হয়েছিল যুবতীদের, এমনটাই জানালেন অভিভাবকদের একজন। পরবর্তীতে উদ্ধারকৃত যুবতীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে—কীভাবে এতজনকে টিকিট ছাড়াই ট্রেনে তোলা হল, এবং কোন স্তরের নিরাপত্তা ফাঁক দিয়ে এই পাচারচেষ্টা সম্ভব হল।