Airtel-র পর এবার Jio! স্পেসএক্স-র সঙ্গে Starlink নিয়ে চুক্তি আম্বানির সংস্থারও

জিওর একদিন আগেই এয়ারটেলও স্পেসএক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল। ফলে, উভয়ই এখন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।


ভারতী এয়ারটেলের (Airtel) পর এবার জিও (Jio) ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে স্টারলিংক (Starlink) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু নিয়ে চুক্তি সেরে ফেলেছে। তবে, এই চুক্তি কার্যকর হতে সরকারী অনুমোদন প্রয়োজন, তারপরই স্পেসএক্স ভারতে তাঁদের কার্যক্রম শুরু করতে পারবে।

চুক্তি অনুযায়ী, জিও তার রিটেল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্টারলিংকের সরঞ্জাম সরবরাহ করবে এবং ইনস্টলেশনে সাহায্য করবে।

জিওর ঘোষণার একদিন আগেই ভারতী এয়ারটেলও স্পেসএক্স-র (SpaceX) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। স্যাটেলাইট পরিষেবার দীর্ঘ অভিজ্ঞতা থাকা এয়ারটেল এখন স্টারলিংকের সুবিধা কাজে লাগাতে প্রস্তুত। ফলে, উভয় কোম্পানি এখন শুধু ব্রডব্যান্ডেই নয়, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রেও পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভারতে ইন্টারনেট (Internet) পরিষেবার বিস্তারে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, বিশেষত প্রত্যন্ত গ্রাম ও দুর্গম অঞ্চলে, যেখানে প্রচলিত ইন্টারনেট পরিকাঠামো স্থাপন ব্যয়বহুল ও কঠিন। এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল সংযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।

About The Author