ঝাড়খণ্ডে মুখোমুখি দুই মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত ২০টি কামরা—বাতিল বহু ট্রেন

ফের মারাত্মক ট্রেন দুর্ঘটনা! এবার ঝাড়খণ্ডে মুখোমুখি ধাক্কা দুই মালগড়ির, লাইনচ্যুত ২০ টি কামরা।

শনিবার ভোরে ঝাড়খণ্ডের সেরাইকেলা–খারসওয়ান জেলার চাণ্ডিল স্টেশনের কাছে ঘটে গেল এক মারাত্মক ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি ধাক্কা খায় দু’টি মালগাড়ি, যার ফলে লাইনচ্যুত হয়েছে প্রায় ২০টি কামরা।

দক্ষিণ–পূর্ব রেল সূত্রে জানা গেছে, একটি লোহা বোঝাই মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। চাণ্ডিল স্টেশন পার হওয়ার পর সেটি আচমকা লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি, যা মুখোমুখি ধাক্কা খায় প্রথমটির সঙ্গে। সংঘর্ষের ফলে দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।

এই ঘটনার জেরে চাণ্ডিল–টাটানগর শাখার বহু ট্রেন বাতিল করা হয়েছে। তবে রেল সূত্রে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর নেই, যা কিছুটা স্বস্তির বিষয়।

রেল বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

About The Author