কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরব হলেন এনআরসি ইস্যুতে। সেই সঙ্গে জয় বাংলা স্লোগানকে নিয়ে দলীয় কর্মীদের নয়া বার্তা দিলেন। বুধবার ঝাড়গ্রামের সভা থেকে তিনি একাধিক বার্তা দেন, যা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
NRC নিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী
ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“ছি…ছি…ছি NRC…এই গানটা আমি লিখছি।” তিনি জানান, এনআরসি নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট—বাংলায় এনআরসি হবে না।
‘জয় বাংলা’ স্লোগানকে রিংটোন করার নির্দেশ
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘জয় বাংলা’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে পড়েন এবং নিরাপত্তারক্ষীদের দিয়ে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“কেউ ফোন করলেই ফোন তুলে বলবেন, জয় বাংলা, বলুন। রিংটোন, কলারটিউনে সব জয় বাংলা করে নেবেন।” তিনি আরও বলেন, কেউ ভয় দেখাতে এলে, অফিসারদের ভয় দেখাতে এলে, তাঁদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা সরকারের আছে।
এই ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন নয়। ২০২২ সালে কাঁথিতে শুভেন্দু অধিকারীর সামনে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’, ‘মমতা জিন্দাবাদ’ স্লোগান দেন, পাল্টা বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তোলেন। এই স্লোগান যুদ্ধ রাজনীতির ময়দানে বারবার ফিরে এসেছে।
তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য শুভেন্দুর আচরণকে কটাক্ষ করে লেখেন,
“ক্ষ্যাপা মোষ শুভেন্দুকে দেখুন! নিজের মাতৃভাষার নামে জয়ধ্বনি সহ্য করতে পারে না, সে জাতির কুলাঙ্গার!”