‘কেন করছে বাবা, ওর লাগছে তো’ চোখের সামনে একটি হাতিকে ছটফটিয়ে মরতে দেখে আহাজারি কান্না একরত্তির। কিন্তু এমন দশা?
জানা গেল, খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল একদল হাতি। সেখানে একটি গর্ভবতী হাতিও ছিল। লোকালয়ে ঢুকে খাবারের জন্য ভাঙচুর চালানোর দায়ে গ্রামবাসীরা ‘হুলা’ নিয়ে ধাওয়া করেন। শলাকায় আগুন জ্বালিয়ে ছুঁড়ে দেওয়া হয় বন্যপ্রাণীগুলির দিকে। দলের মধ্যে থাকা ওই গর্ভবতী হাতিটির পিঠে বিধে যায় মারণ অস্ত্রটি।
প্রকাশ্যে যে মর্মান্তিক ছবি সামনে এসেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, জ্বলন্ত লোহার শলাকা ঢুকে রয়েছে হাতির পিঠে। সেই অবস্থায় প্রায় সারাদিন অন্তহীন কষ্ট ভোগ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রাণীটি। পরে জানা যায় হাতিটির পেটে সন্তান ছিল।
সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাতির দিকে ওই অবস্থায় দেখে স্থানীয় একটি শিশু কান্নায় নিজেকে সামলাতে পারছে না। একরত্তি শিশুটি বলে চলেছে, বাবা কেন করছে ওরা, ওকে মেরে ফেলবে তো। কিছু করছে না কেন?
ঘটনাচক্রে যেখানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ ঝাড়গ্রাম সেটি রাজ্যের বর্তমান বনমন্ত্রী বীর বাহার দাঁড়িয়ে এলাকা। এই ঘটনা সামনে আসার পরই আবারও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর ছড়িয়েছে রাজ্যবাসী।
প্রসঙ্গত, এই ঘটনা ঘটে স্বাধীনতা দিবসের দিন। স্থানীয়দের অভিযোগ, হাতির হানায় একজনের মৃত্যু হয়েছিল। তাই প্রাণীগুলির এমন আক্রমণ। মৃত্যুর বদলা মৃত্যু! উঠছে প্রশ্ন।