ট্রেনের সামনে চলে এল হাতির দল, এক ধাক্কায় ৩টি হাতির মৃত্যু ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম: গভীর রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির—একটি প্রাপ্তবয়স্ক ও দুটি শাবক। ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে বৃহস্পতিবার রাত ১টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের একটি দূরপাল্লার ট্রেনের সামনে চলে আসে হাতির দল।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আটটি হাতির একটি দল বাঁশতলা থেকে সিপাইবাঁধের দিকে যাচ্ছিল। সেই সময় রেললাইন ধরে আসা ট্রেনটি তিনটি হাতিকে ধাক্কা দেয়। এখনও স্পষ্ট নয়, ঠিক কোন ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বন দফতর থেকে কোনও সতর্কতা দেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঝাড়গ্রামের বিভাগীয় বন আধিকারিক (ডিএফও) উমর ইমাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টা নাগাদ রেঞ্জ অফিস থেকে রেলকে জানানো হয়েছিল যে ওই এলাকায় একটি হাতির দল রয়েছে। ট্রেনের গতি কমিয়ে হর্ন বাজানোর অনুরোধও করা হয়েছিল। তিনি বলেন, “কোন ট্রেন ওই সময় গিয়েছে, তার তথ্য রেলের কাছ থেকে চাওয়া হয়েছে। ডিআরএমকে চিঠি দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

বন দফতরের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত তিনটি হাতির পাশাপাশি দলের বাকি পাঁচটি হাতি এখনও আশপাশের এলাকায় রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালানো হচ্ছে। সূত্রের খবর, ওই অঞ্চলে প্রায় ৩০টি হাতি রয়েছে, যারা এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার পথে রেললাইন পার করছিল।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতর ও রেলের আধিকারিকেরা। শুক্রবার সকালে ক্রেনের সাহায্যে হাতিগুলির দেহ সরিয়ে নেওয়া হয়। এরপর ফের রেল চলাচল শুরু হয়েছে ওই লাইনে।

About The Author