মহাসমারোহে যীশু পুজোর আয়োজন! বেলুড় মঠ ও শ্রীরামকৃষ্ণের জন্মভিটেয় সমবেত প্রার্থনা

কামারপুকুর: ক্রিসমাস ইভে শ্রীরামকৃষ্ণের জন্মভিটে কামারপুকুরে মহাসমারোহে পালিত হল যীশু পুজো। রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও বিশেষ আরাধনার আয়োজন করা হয়।

এদিন সন্ধ্যার আরতির পর আটচালায় প্রভু যীশুর ছবি বসিয়ে ফুল, মোমবাতি ও আলো দিয়ে সাজানো হয়। ছবির সামনে নিবেদন করা হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি।

পুজোর পরে বাইবেল পাঠ ও বিশেষ প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে উৎসব সম্পন্ন হয়। এ বছরও নিয়মমাফিক ৫৬ রকমের কেক দিয়ে প্রভু যীশুকে ভোগ নিবেদন করা হয়। গোটা মঠ চত্বর আলোয় সাজানো হয়, ভক্তরা ভিড় জমান শ্রীরামকৃষ্ণের জন্মভূমিতে।

শুধু কামারপুকুর নয়, বেলুড় মঠেও একইভাবে ক্রিসমাস ইভে যীশু পুজোর আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য মন্দির চত্বর বিশেষভাবে সাজানো হয়।

এই উদযাপনের পিছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা। শ্রীরামকৃষ্ণের প্রয়াণের পরে স্বামী বিবেকানন্দ এক গুরুভ্রাতার বাড়িতে হুগলির আঁটপুরে অবস্থানকালে ২৪ ডিসেম্বরের রাতে সঙ্গীদের যীশুখ্রীস্টের আত্মত্যাগ ও মহানুভবতার কথা বলেছিলেন। সেই দিনটিকে স্মরণ করেই আজও রামকৃষ্ণ মিশনে ক্রিসমাস ইভে যীশু পুজো পালিত হয়।

About The Author