বিতর্কের ছায়া পেরিয়ে ইতিহাস! বাবার ‘অপবাদ’ ভুলিয়ে দিলেন মেয়ে জেমিমা

ধর্মান্তরণ বিতর্কে বাবার নাম জড়িয়েছিল, কটাক্ষের মুখে পড়েছিলেন জেমিমা। এবার শতকে জবাব দিয়ে ভারতকে পৌঁছে দিলেন বিশ্বকাপ ফাইনালে।

এক বছর আগেও বিতর্কের কেন্দ্রে ছিলেন জেমিমা রড্রিগ্স। মুম্বইয়ের খার জিমখানা ক্লাব থেকে তাঁর বাবার সদস্যপদ বাতিল হয়েছিল ধর্মান্তরণ সংক্রান্ত অভিযোগে। অভিযোগ ছিল, ক্লাবের প্রাঙ্গণে ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে ধর্মান্তরণের চেষ্টা হয়েছে। সেই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন রড্রিগ্স পরিবার। মানসিকভাবে বিপর্যস্ত হলেও ক্রিকেট থেকে সরে যাননি জেমিমা।

আর সেই জেমিমাই এবার বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত শতরান করে ভারতকে পৌঁছে দিলেন ফাইনালে। ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি প্রমাণ করলেন, বিতর্ক নয়—প্রতিভাই তাঁর পরিচয়। ম্যাচের পর আবেগঘন ভাষণে জেমিমা বলেন, “আমি একা কিছু করিনি, ঈশ্বর, মা-বাবা, কোচ—সবাই পাশে ছিলেন। গত চার মাস খুব কঠিন ছিল।”

About The Author