একেবারে ভারতীয় আদব কায়দা! কুর্তা-পাজামায় সেজে ভারতে পা রাখল আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের দুই ছেলে।
সোমবার সকালে সপরিবারে ভারতে এসে পৌঁছান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্পের ছায়াসঙ্গী ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারতের মাটিতে পা রাখলেন। তাঁর সঙ্গে এসেছেন তাঁর গোটা পরিবার।
সোমবার সকাল ১০টার দিকে দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করে তার বিমান। বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানঘাঁটিতে ভ্যান্সকে সেখানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
জানা গেল, তিনি চারদিনের জন্য ভারত সফরে এসেছেন, সঙ্গে রয়েছেন তার স্ত্রী উষা ভ্যান্স এবং তিন সন্তান— ইয়ান, বিবেক ও মিরাবেল। ভারতে পৌঁছানোর কিছু পরই সপরিবারে ভ্যান্স স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে যান। সেখানেও সপরিবারে নজর কারেন ভ্যান্স।
স্ত্রী ঊষার যেহেতু ভারতের সঙ্গে সরাসরি যোগ, তাই ছেলে মেয়েদের মধ্যেও সেই আদব কায়দা, পরম্পরা ধরে রেখেছেন, দেখে, প্রশংসা করছেন ভারতীয় নেটাগরিকেরা। ভারতে ভ্যান্সের এই সফরকে ‘অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অগ্রাধিকার’ বলে বর্ণনা করেছে হোয়াইট হাউস।

