‘এমনিতেই নাড্ডা ছাগলের তৃতীয় সন্তান’, হিমাচলে হারের পর নাড্ডাকে খোঁচা জয়প্রকাশের

মোদী-শাহ জমানায় ‘নাড্ডা ছাগলের তৃতীয় সন্তান’, হিমাচল প্রদেশে হারের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে খোঁচা জয়প্রকাশের। সামগ্রিক ভাবে তাঁর পুরনো দলকে কটাক্ষ করতে গিয়ে দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে খোঁচা মারলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে। সেখানে গুজরাতে একতরফা জয় পেলেও হিমাচলে জয় মেলেনি বিজেপির। এদিকে, হিমাচল প্রদেশ জেপি নাড্ডার নিজের রাজ্য। সেখানে দলের মুখ হিসেবে মোদীকে সামনে রেখেও জয় মেলেনি। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধী নেতারা। সেই তালিকায় নাম লেখালেন জয়প্রকাশও।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি টুইটে লিখেছেন, ‘জেপি নাড্ডার ঘন্টা কি বেজে গেল? হিমাচল হাতছাড়া হওয়ার পরে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার অবস্থা টলমলে। এই পরাজয়ের পেছনে অমিত শাহের কি অবদান? এমনিতেই মোদী-শাহ জমানায় নাড্ডা ছিলেন ছাগলের তৃতীয় সন্তান। এবার কি স্থান হবে মার্গ দর্শকের ভূমিকায়?’

যদিও টুইটারে জয়প্রকাশের এই লেখার নিচে অনেকেই মন্তব্য করে প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশের লাথি খাওয়ার মুহূর্ত স্মরন করিয়েছেন। প্রসঙ্গত, জয়প্রকাশ মজুমদার আগে বিজেপিতে ছিলেন। মাস কয়েক আগে তৃণমূলে গিয়েছেন। তারপর থেকেই পুরনো নেতৃত্বকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেন না। 

অন্যদিকে, গুজরাতে দুর্ধর্ষ জয়ের পর সেই নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করলেও হিমাচল নিয়ে এখনই কিছু লেখেননি জেপি নাড্ডা।