চাঁদের পথে উড়ে গেল জাপানের মহাকাশযান ‘স্লিম’

চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করল জাপানের মহাকাশযান স্লিম। বৃহস্পতিবার সকালে জাক্সার নিজস্ব এইচ-আইআইএ রকেটে চড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করেছে মহাকাশযানটি। চাঁদে অবতরণে সফল হলে পঞ্চম দেশ হিসেবে চাঁদে অবতরণকারী দেশ হিসেবে উঠে আসবে জাপান।

এদিন, আগের পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে প্রতিকূল আবহাওয়ার কারণে তিনবার স্থগিত করা হয়েছিল জাপানি মহাকাশযানের মহাকাশযাত্রা। বৃহস্পতিবার অবশেষে সফল ভাবেই চাঁদের পথে রওনা হয়েছে সেটি। আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে জাপানের খরচ হচ্ছে প্রায় ১০ কোটি ইউএস ডলার অর্থাৎ প্রায় ১ হাজার ৯৯ কোটি।

About The Author