Earthquake: ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পে জারি সুনামি সতর্কতা। উত্তাল সমুদ্র, উপকূল খালি করার নির্দেশ। ফুকুশিমার ভয়াবহ স্মৃতি ফের জাগছে।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ভয়াবহ ভূমিকম্পে ফের কেঁপে উঠল দেশটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬, যা স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিসাওয়া থেকে প্রায় ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার গভীরে।

কম্পনের পরই জাপানের আবহাওয়া দফতর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে সুনামি সতর্কতা জারি করে। জানানো হয়েছে, সমুদ্রের ঢেউ ১০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে। উপকূলবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে।

ভূমিকম্পের পর সমুদ্র উত্তাল হয়ে ওঠে, যদিও এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে দেশের পারমাণবিক কেন্দ্রগুলিতে। বিশেষজ্ঞদের মতে, এই শক্তিশালী ভূমিকম্প ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনতে পারে, যখন সুনামির দানবীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা আণবিক কেন্দ্রটি।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রতিবছর প্রায় দেড় হাজার কম্পন অনুভূত হয়, যদিও অধিকাংশই মৃদু। চলতি বছরের শুরুতেও তীব্র ভূমিকম্পে অন্তত ২৬০ জনের মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

About The Author