জলস্বপ্নের কাজ শুরু রাজগঞ্জে, প্রথম পর্যায়ে খরচ পড়বে ৮ কোটি!

রাজগঞ্জ: জলস্বপ্নের কাজ শুরু হল রাজগঞ্জের সুখানি মৌজায়। ব্লকে প্রথম সুখানি থেকেই এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে এরজন্য খরচ পড়বে প্রায় ৮ কোটি টাকা। ১৫১ কিমি পাইপলাইনের মাধ্যমে এলাকার ৫ হাজার ৮৮৩টি পরিবারের ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এর জন্য খরচ ধরা হয়েছে ৮ কোটি টাকা। রাজগঞ্জে মাহানপাড়া, ফকিরাপাড়া এবং ঘাটিশালা থেকে জল তোলা হবে। সেই জল রাজগঞ্জে পিএইচই-র নিজস্ব রিসার্ভা‌রে সংরক্ষিত হবে। শুক্রবার পাইপলাইন বিছানোর কাজ শুরু হল। এদিন ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সুখানি অঞ্চলের প্রধান শম্পা দত্ত, ব্লক তৃণমূলের সভাপতি অরিন্দম ব্যানার্জি‌ এবং স্থানীয় উপপ্রধান ও পঞ্চায়েত।

বিধায়ক খগেশ্বর রায় জানান, ২০২৪-এর আগেই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বাংলার প্রতিটি ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এই নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক হয়েছিল। শুক্রবার রাজগঞ্জের সুখানি মৌজা থেকে কাজ শুরু হল। স্থানীয় প্রধান শম্পা দত্তের তরফে জানা গিয়েছে, এই কাজে প্রথম পর্যায়ে প্রায় ৮ কোটি টাকা খরচ হবে। জুরিসডিকশন লিস্টের ২৮ নং তালিকায় অন্তর্ভুক্ত এলাকাগুলির জন্য কাজ শুরু হল। সুখানি অঞ্চলের পাশাপাশি কুকুরজান এবং ফাটাপুকুর কিসমত সুখানির কয়েকটি এলাকা এর অন্তর্ভুক্ত রয়েছে। এলাকার তিনটি নির্দিষ্ট জায়গা থেকে ভূ-গর্ভস্থ জল তোলা হবে। সেই জল পাইপলাইনের মাধ্যমে রিজার্ভারে এনে তারপর শুদ্ধিকরণের পর এলাকার ঘরে ঘরে পৌঁছাবে। ২০২৪-এর আগেই এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ নেওয়া হয়েছে। এই বিষয়ে বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর হরঘর জল প্রকল্প বাংলায় জলস্বপ্ন বলে চালান হচ্ছে।

About The Author