জলপাইগুড়ি: বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল জলপাইগুড়ি জেলা আদালত।
বিধানসভা নির্বাচনের আগে অবৈধ জমায়েত সহ অন্য একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলায় জলপাইগুড়ি জেলা আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
যদিও বাপি গোস্বামীর দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। তাঁর কথায়, ‘তৃণমূল সরকার প্রতিদিনই পুলিশকে দিয়ে বিজেপির নেতা ও কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে। মানুষ সবই জানে। বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’

