Train accident: ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনা, এখনও ৬ জনের দেহ উদ্ধার

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। পটনা থেকে গুয়াহাটিগামী ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ময়নাগুড়ির দোমোহনি এলাকায় লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও ছয় জনের দেহ উদ্ধার হয়েছে। ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তরবঙ্গ মেডিকেল সহ জলপাইগুড়ির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি  দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটির ৪-৫টি কামরা একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্রেনটির ইঞ্জিনের পর ৭টি কামরা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দলও। ইতিমধ্যেই আশপাশের সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একের পর এক অ্যাম্বুলেন্স যাতায়াত করছে।

About The Author