Jalpaiguri: মেলায় টয় ট্রেনের বগি ছিটকে পড়ল দিঘীর পাড়ে, শিশু সহ আহত ৩

মেলায় আনন্দ করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত দুর্ঘটনা—জলপাইগুড়ির রাজবাড়ী মনসা মেলায় টয় ট্রেনের একটি বগি ছিটকে পড়ল দিঘীর পাড়ে।

ঘটনার সময় ট্রেনে ছিলেন সমাজপাড়ার বাসিন্দা তপন সেনগুপ্ত, তাঁর স্ত্রী এবং তাঁদের পাঁচ বছরের সন্তান। তপনবাবু জানান, ট্রেনে ওঠার পর তাঁর স্ত্রী ভয় পেয়ে নেমে যেতে চাইলে তিনি ট্রেন চালককে থামাতে বলেন। কিন্তু চালক ট্রেন থামানোর বদলে গতি বাড়িয়ে দেন। তৃতীয় রাউন্ডে গিয়ে ট্রেনের একটি বগি ছিটকে পড়ে, আর তাঁরা তিনজনই দিঘীর ধারে গিয়ে আছড়ে পড়েন।

দুর্ঘটনার পর মেলার স্বেচ্ছাসেবক ও পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যান গ্রীন জলপাইগুড়ি (Green Jalpaiguri) স্বেচ্ছাসেবী সংস্থার মেডিক্যাল ক্যাম্পে। প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, তিনজনই বিপদমুক্ত। শিশুটিকে পরদিন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে মেলা কর্তৃপক্ষ তাঁদের স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরাও তাঁদের অবস্থা স্থিতিশীল দেখে ছেড়ে দেন। গ্রীন জলপাইগুড়ির ফ্রি অ্যাম্বুলেন্সে তাঁরা বাড়ি ফেরেন।

এই ঘটনার পর পুলিশ প্রশাসন মেলার সমস্ত নাগরদোলা (Ferris Wheel) ও ট্রয় ট্রেন (Toy Train) সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে সেগুলি ফের চালু করা হবে বলে জানানো হয়েছে।

গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অংকুর দাস (Ankur Das) বলেন, “দুর্ঘটনা বড় হলেও সৌভাগ্যক্রমে প্রাণহানি ঘটেনি। আমরা দ্রুত চিকিৎসা দিয়ে তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে পেরেছি।”

আহত পরিবারের সদস্যরা মেলার নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন। মেলা কমিটির পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বাড়তি নজরদারি চালানো হবে।

About The Author