বিয়ের আসর থেকে সোজা ভোটকেন্দ্রে হাজির নব দম্পতি

জলপাইগুড়ি: বিয়ের আসর থেকে সোজা ভোটকেন্দ্রে হাজির নব দম্পতি। নতুন বর বধুকে বিয়ের সাজে ভোটকেন্দ্রে দেখে হতবাক সকলে। ভোটের দিন এমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। শুক্রবারই ছিল ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্করের সঙ্গে সুতপার বাসি বিয়ে। সন্ধ্যা ৬টার মধ্যেই ভোট দেওয়ার শেষ সময়। তাই চটপট বিয়ে করে নতুন বউ নিয়ে এদিন বিকেলে জলপাইগুড়ির সোনাউল্লা হাইস্কুলের ১৮/৭১ নং ভোটকেন্দ্রে এসে হাজির শুভঙ্কর ইন্দ্র। ভোটকেন্দ্রে প্রবেশ করে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন শুভঙ্কর। ভোট দিয়ে বেরিয়ে আসতেই নব দম্পতির হাতে উপহার তুলে দিলেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। ভোট দিয়ে শুভঙ্কর জানিয়েছেন, ভোট দেওয়াটা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। যা সবার প্রয়োগ করা উচিৎ। তাই বিয়ে সেরে না খেয়েই ভোট দিতে এসেছি। নববধূ সুতপাও তার এলাকায় ভোট দিয়েছেন। সেখানেও একসঙ্গে ছিলেন নবদম্পতি।

About The Author