সমস্যায় দিন কাটছে তিস্তা পারের কৃষকদের

সিকিমের হড়পা বানে প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছেন তিস্তার চরের কৃষকরা। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ঘর ছাড়া কৃষকদের দিন কাটছে স্কুল ঘরে। তাঁদের ক্ষতিপূরণের দায় নিক কেন্দ্র রাজ্য উভয়ই। জানালেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। বিষয়টি জানালে নিশ্চিত ব্যবস্থা হবে, বললেন সাংসদ জয়ন্ত রায়।

তিস্তার প্লাবনে কৃষিতে ব্যাপক ক্ষতি হওয়ায় সমস্যায় পড়েছেন চরের সাধারণ মানুষ। জলপাইগুড়ি সংলগ্ন টাকিমারি চর, বসুনিয়াপাড়া চর, নাথুয়ারচরের বাসিন্দাদের ত্রাণ শিবিরে রাখা হয়। অনেকেই চরে ফিরে গিয়ে ফসলের অবস্থা দেখে হতাশ হয়েছেন। ধান এবং অন্য সব ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন,’মুখ্যমন্ত্রীর কাঁছে তাঁদের সমস্যার কথা তুলে ধরা হবে। তবে কেন্দ্র সরকারও এগিয়ে আসুক।’ এনিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডা. জয়ন্ত কুমার রায় জানান, রাজ্যের প্রাথমিক কর্তব্য কৃষকদের পাশে থাকার। সমস্যা হলে কেন্দ্রকে জানাব।’ তিস্তার প্লাবনে শুক্রবার কৃষি দপ্তরের মুখ্যসচিব ওঙ্কার সিং মিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জলপাইগুড়ি তে কৃষি আধিকারিক দের সাথে বৈঠক করেন। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

About The Author