তালমা: বাইকে চেপে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে বিপত্তি। জাতীয় সড়কে বাইক নিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে গুরুতর আহত একরত্তি শিশু এবং বাচ্চাটির বাবা-মা। মঙ্গলবার তালমা লাগোয়া শেওড়াতলা মোড়ে জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রামে ঘুরতে বেরিয়েছিলেন ৩ জন। দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইক নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি চারচাকা ইনোভা গাড়ি সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় বাইরে থাকা তিনজন। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় ৩ জনকেই। গ্রামবাসীদের অভিযোগ, বাজার এলাকা বা তার আশেপাশে কোনওরকম লেভেলক্রসিং না থাকায় প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রশাসন কিছু ব্যবস্থা করুক, দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
রাজগঞ্জের খবর জাতীয় সড়কের টোল ফাঁকি দিয়ে গ্রামের রাস্তা হয়ে ঘুরে যাচ্ছে বড় বড় ট্রাক, পণ্যবাহী গাড়ি। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর পানিকাউরি মোড়ের কাছে রয়েছে টোল প্লাজা। টোলের বাড়তি খরচ বাঁচাতে অবৈধভাবে পানিকৌরি মোড় হয়ে রাজগঞ্জ দিয়ে ঘুরে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে বর্তমানে। গাড়িগুলির অবাধ যাতায়াত আটকাতে রাস্তা অবরোধ করে প্রতিবাদে গর্জে উঠলেন গ্রামবাসীরা।
তাদের অভিযোগ, নতুন গেট হওয়ার পর থেকে বেশিরভাগ ভারী পণ্যবাহী গাড়ি পানিকাউরি মোড় হয়ে গ্রামের সংকীর্ণ রাস্তা দিয়ে রাজগঞ্জ দিয়ে ফাটাপুকুর যায়। এই রাস্তায় পড়ে দুটি প্রাইমারি স্কুল এবং একটি হাই স্কুল। সংকীর্ণ রাস্তায় অনিয়ন্ত্রিত গাড়ি যাতায়াতের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হয়। গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার পথ অবরোধ করেন এবং যে সমস্ত গাড়ি বিনা প্রয়োজনে এই রাস্তা দিয়ে টোল ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের আটকে দেয়।