ঝড়ে উপড়ে গেল গাছ! লণ্ডভণ্ড ঘর-বাড়ি, জলপাইগুড়িতে মৃত ২ আহত বহু

কয়েক মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের দাপটে গাছে উপড়ে ভেঙ্গে পড়েছে ঘরের ওপর। উড়ে গিয়েছে টিনের চাল। গাছ চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত কমপক্ষে ৬০ জন। গাছের নিচে চাপা পড়েছে বাইক, গাড়ি, রিক্সা। মাথায় হাত গরীব পরিবারগুলির।

রবিবার দুপুরে আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয়। ১৫ মিনিটের ঝড়ে বাড়ি ঘর ভেঙ্গে যায়। গাছ উপড়ে পড়ে। ঝড় থামলেই দেখা যায় গাছের নিচে চাপা পড়ে দুজন মারা গেছে, বহু মানুষ আহত। ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মোবাইল নেটওয়ার্ক- এ সমস্যাও দেখা দেয়। জলপাইগুড়ির গোশালা মোড়, সেনপাড়া, বার্নিশ মোড় সহ শহরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। রংধামালির রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। দমকল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, রবিবারের পর থেকে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About The Author