উত্তরের সন্ধ্যার আকাশে আচমকাই প্রচণ্ড শব্দ, আলোর ঝলকানি! উল্কাপাত! না অন্য কিছু?

জলপাইগুড়ি: বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিট! উত্তরবঙ্গের আকাশে আচমকাই দেখা গেল এক রহস্যময় দৃশ্য।

হঠাৎই উত্তর থেকে দক্ষিণ দিকে ছুটে গেল আলোক পিন্ড। সঙ্গে শোনা যায় প্রবল বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি, শিলিগুড়ির সীমান্ত সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা চমকে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন।

প্রথমে কেউ কেউ ধারণা করেন, হয়তো কোনও মিসাইল ছোঁড়া হয়েছে। আবার অনেকে বলেন, এটি বিমান দুর্ঘটনা হতে পারে। অন্যদিকে অনেকেই উল্কাপাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তবে পরে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি উল্কাপাত। এই ঘটনায় কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। চারদিকে নজর রাখা হচ্ছে।

স্থানীয়দের মতে, এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। আকাশে আলোর পিন্ড ছুটে যাওয়ার মুহূর্তটি তাঁদের মনে আতঙ্কের পাশাপাশি বিস্ময়ও জাগিয়েছে। ফলে গোটা উত্তরবঙ্গেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই রহস্যময় ঘটনা।

About The Author