Jalpaiguri: হাজতেই পুজো কাটবে তৃণমূল যুব সভাপতির

জলপাইগুড়ি: পুজো এবার হাজতেই কাটবে যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের। পুলিশ হাজতে নিতে না চাইলেও বিচারক পাঠালেন ১৪ দিনের হেফাজতে। অর্থাৎ পুজোর ক’টা দিন জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে কাটাতে হবে যুব তৃণমূলের জেলা সভাপতিকে।

দু’দিনের পুলিশি হেফাজত শেষে বুধবার ফের জলপাইগুড়ির সিজেএম আদালতে পেশ করা হয়েছিল তাঁকে। সৈকত চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ১ নভেম্বর তাঁকে ফের পেশ করা হবে আদালতে।

বুধবার শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ও। কোর্ট চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই ব্যক্তি এতদিন জলপাইগুড়িতে প্রভাব খাটিয়ে মানুষকে ভয় দেখিয়ে চলেছে। আগামী দিনেও প্রভুত্ব করতে চাইছে। কিন্তু আইনের উপর আমাদের ভরসা আছে।’

সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুলিশি তদন্ত ও তল্লাশিতে বেশ কিছু নতুন তথ্যও উঠে এসেছে। তবে পুলিশের তরফে আর নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি।

About The Author