শান্তিতেই পুনর্নি‌র্বা‌চন সম্পন্ন জলপাইগুড়ির ১৪টি বুথে

জলপাইগুড়ি: আর কয়েক ঘণ্টা বাদেই পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা। তার আগে জলপাইগুড়ি জেলায় ১৪টি  এবং রাজগঞ্জের ৯টি বুথে শান্তিপূর্ণভাবেই পুনর্নি‌র্বা‌চন সম্পন্ন হচ্ছে। সোমবার সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়েই স্থানীয়রা ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নজরদারিতে ভোট প্রক্রিয়া চলল দিনভর। অনেকেই জানালেন, জীবনে প্রথমবার পুনরায় ভোট দিলেন তাঁরা। অশান্তির অভিযোগে ভোট ব্যাহত হয়েছিল ওইসব বুথে। ফের ভোট দিতে পেরে খুশি জনতা এবং প্রার্থী সমর্থকেরাও।

এদিন রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের পয়াচাড়ি, সুখানী অঞ্চলের বলদাপুকুর, সন্ন্যাসীকাটা অঞ্চলের জুম্মাগজ এবং গিরণগছ, বিন্নাগুরি অঞ্চলের আকারিগছ (সেল্টারবাড়ি ১,২) এবং গধেয়াগছ, শিকারপুর অঞ্চলের ধোপেরহাট এবং ফুলবাড়ী-২ নম্বর অঞ্চলের চ্যাংড়াবান্ধা বুথে পুনরায় ভোটগ্রহণ হল।

সকাল থেকে টানা বৃষ্টি মাথায় নিয়েই জলপাইগুড়িতে শুরু হয় ভোট। অশান্তি, ব্যালট লুট, ভাঙচুর সহ একাধিক কারণে জলপাইগুড়ির ওই ১৪টি বুথে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল ভোট প্রক্রিয়া। কমিশনের নির্দেশে সোমবার সকাল থেকে পুনরায় শুরু হল ভোট গ্রহন। জেলার ১৪ টি বুথের মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে ২টি, রাজগঞ্জে ৯টি, মালবাজারে ১টি, মেটেলিতে ১টি এবং নাগরাকাটা ব্লকের ১টি বুথে পুননির্বাচন হচ্ছে। সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গ্রহণ। প্রতিটি বুথে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তবে বৃষ্টির কারণে সমস্যায় পড়েন ভোটাররা।

About The Author