জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে পুলিশ সুপার পদে রদবদল

জলপাইগুড়ি: রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটল। বৃহস্পতিবার নবান্ন থেকে জারি করা নোটিশে মোট ৪০ জন পুলিশ কর্তার বদলি অথবা দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপারের পদেও অদলবদল হয়েছে।

জলপাইগুড়ির পুলিশ সুপার হিসেবে এতদিন দায়িত্ব সামলাচ্ছিলেন খান্ড‌বাহালে উমেশ গনপথ। তাঁকে বদলি করে আলিপুরদুয়ারের এসপি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ারের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে থাকা ওয়াই রঘুবংশি এখন থেকে জলপাইগুড়ির পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

শুধু এই দুই জেলা নয়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, নিউটাউন, রায়গঞ্জ, পশ্চিম মেদিনীপুর, মালদা, পুরুলিয়া, বারুইপুরসহ একাধিক জেলায়ও পুলিশ সুপার ও অন্যান্য কর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনিক মহলে এই রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং বিভিন্ন জেলায় প্রশাসনিক কার্যকারিতা আরও জোরদার করতে এই অদলবদল করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

About The Author