জলপাইগুড়ি: ‘বিজেপি করেন শুনেই অশ্রাব্য ভাষায় গালমন্দ! বিজেপি তার কি ছিঁড়বে?’, একজন পুলিশ অফিসারের মুখে এমন ভাষা শুনে চরম খেপলেন এলাকার বিজেপি নেতাকর্মীরা, ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানাতেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।
পুলিশকে গালমন্দ করার অনুব্রত মণ্ডলের সেই অডিও কাণ্ডের পর এবার পুলিশ আধিকারিকের গালমন্দের এই ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে একজন দুরপাল্লার গাড়ি চালককে আগুন জ্বালিয়ে খেতে বারণ করছেন রাজগঞ্জ থানার ট্রাফিক ওসি।
আর সেই নিয়ে দুই তরফেই উত্তপ্ত বাক্য বিনিময়। টানা হ্যাচর। পড়ে, ওই হিন্দিভাষী চালক নিজেকে বিজেপির সমর্থক বলে দাবি করতেই, যেন তেলেবেগুনে জ্বলে ওঠেন পুলিশকর্তা। কি করবে বিজেপি? বিজেপি তার কি ছিঁড়বে? এমন শব্দ বেরিয়ে আসে মুখ থেকে। জানা গেল, ঘটনাটি ফাটাপুকুর টোল গেট লাগোয়া এলাকার।
বিজেপির স্থানীয় নেতা দেবাশীষ দে, ভিডিওটি পোস্ট করে, রাজ্য পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তৃণমূলের ব্যাচ পড়ে পুলিশ কাজ করছে, এই ভিডিও নাকি তারই প্রমাণ বহন করে।
এদিকে, অভিযুক্ত পুলিশ সুত্রে জানা গেল, ঘটনা প্রায় এক মাস আগের। টোল গেটের সামনে রাস্তার পাশে যে কোনও জায়গায় গাড়ি দাড় করিয়ে রান্না করা যায় না। তাই ওই ব্যক্তিকে বোঝাতে গিয়েই দুই তরফে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এদিকে, এই ব্যাপারে প্রশাসনিক ব্যাপার বলে কোনও মন্তব্য করতে চাননি এলাকার তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানারজি।

