জলপাইগুড়ি: প্রায় ৪ কোটি টাকা প্রতারণার দায়ে এক বাংলাদেশী ব্যক্তির সঙ্গে বেলাকোবার এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে যোগী রাজ্যের পুলিশ। এদিকে, এই ঘটনাকে ঘিরে জলপাইগুড়ির বেলাকোবায় অভিযুক্তের পাড়ায় ব্যাপক হইচই।
জানা গেল, বেলাকোবা স্টেশন কলোনির বাসিন্দা সৌগত চাকি একজন হোমিওপ্যাথির ডাক্তার। তাঁর সঙ্গে গোলাম মোস্তাফি নামের এক বাংলাদেশি, যিনি ভুয়ো পরিচয় পত্র বানিয়ে জলপাইগুড়িতেই জাকিয়ে বসেছিলেন বলে পুলিশের দাবি, তাদের বিহারের কাটিহার থেকে গ্রেপ্তার করা হয়।
কাটিহার পুলিশ জানাল, নয়ডার এক বাসিন্দা তাদের দুজনের বিরুদ্ধে ৩.৭৫ কোটি টাকা প্রতারণার মামলা রুজু করেছিল। ওই ব্যক্তির অভিযোগ, বালু-কয়লার ব্যবসা সুত্রে ওই বিপুল পরিমাণ টাকা নিয়েছিল দুজন। কিন্তু তারপর আর কাজ হয়নি, টাকাও ফেরাননি। সেই সুত্রেই উত্তরপ্রদেশের পুলিশ কাটিহার পুলিশের সঙ্গে মিলে একটি অভিযান চালায়, এবং কাটিহার থেকেই চাকি এবং তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের দাবি, চাকি বাবু বিহারে এক আত্মিয়ের বাড়ি গিয়েছিলেন তখন।
এদিকে, ডাক্তারবাবুর গ্রেপ্তারির খবরে হইচই বেলাকোবা স্টেশন কলোনিতে। ক্যামেরার সামনে অবশ্য সবাই ভালো মানুষ, বলছেন। তবে পেছনে পেছনে দুই নম্বরি কাজের সঙ্গে যুক্ত বলেও দাবি করছেন প্রতিবেশীরা। যদিও এই ব্যাপারে চাকি পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেল না কারণ তাদের বাড়ির গেটে তালা পড়েছে। স্থানীয় সুত্রে জানা গেল, বাংলাদেশের সৌগতবাবুর কারবার আছে। সেই সুত্রেই ওই বাংলাদেশি এখানে ছিলেন কি না প্রশ্ন। তবে ভুয়ো পরিচয় পত্র বানিয়েই এতদিন ছিলেন কিভাবে? এদিকে, ডাক্তারবাবুকে দেখাতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। কবে ফিরবেন বলতে পারছেন না প্রতিবেশীরাও।