জলপাইগুড়ি: গ্রামে দিদির দুতের ঢোকা বারণ! নেপথ্যে বঞ্চনার অভিযোগ স্থানীয়দের। দিদির দূতের প্রবেশ নিষেধ জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন গ্রামবাসীরা। দিলেন ভোট বয়কটের ডাক। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিন্নাগুরি অঞ্চলের থানা মোড় কলোনিতে।
গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আগে দেখা গেলেও, ভোটের পর গ্রামে কোনও নেতা মন্ত্রীকে দেখা যায় না। এলাকার উন্নয়ন হয়নি। বর্ষায় এক হাঁটু জল পেরিয়ে গ্রামে ঢুকতে হয়। অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাস্তা, নেই পথবাতি, স্থানীয় তৃণমূল পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
স্থানীয় পঞ্চায়েত সদস্যা রিংকু দাস জানান, গ্রামে উন্নয়ন হয়েছে। কিছু কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে তা দেখা হবে। অন্যদিকে এই প্রসঙ্গে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত জানান, বিষয়টি আমার জানা নেই, গ্রামে একটি রাস্তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, খুব শীঘ্রই হয়ে যাবে।