জলপাইগুড়ি: অনলাইনে অর্ডার করেছিলেন মোবাইল ফোন, ডেলিভারিতে এলো মাটির প্রদীপ! কাণ্ড দেখে চোখেমুখে অন্ধকার দেখছেন জলপাইগুড়ির শীতলবাবু।
জানা গেল, ফেসবুকে একটি অন্য রকম দেখতে মোবাইল ফোন দেখে বেশ পছন্দ হয়েছিল জলপাইগুড়ির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শীতল কুমার গোপের। দামও কম। তাই ফেসবুক থেকে সেই মোবাইল ফোনের অর্ডার দিয়েছিলেন।
দশ দিন পর শনিবার কুরিয়র সার্ভিস মারফত শীতল বাবুর অর্ডার করা পার্সেল দিতে আসে ডেলিভারি বয়, নতুন মোবাইল এসেছে সেই আনন্দে উক্ত কুরিয়র সার্ভিসের কর্মীর সামনেই প্যাকেটটি খুলে ফেলেন।
এরপরেই ভেতর থেকে বেরিয়ে আসে কিছু হিজিবিজি কাগজের টুকরো এবং মাটির প্রদীপ। এমন ঘটনায় হাতে মাটির প্রদীপ নিয়ে কার্যত চোখেমুখে অন্ধকার দেখছেন নয়াবস্তির বাসিন্ধা শীতল কুমার গোপ।
তিনি বলেন, ফেসবুকে মাত্র ৭৯০ টাকার ফোন দেখে আমি ফোন নম্বরে যোগাযোগ করেছিলাম, আমাকে এই ফোন দেবে বলেছিল, এখন দেখছি কাগজ আর প্রদিপ পাঠিয়েছে। আর ফোন করলেও তুলছে না। থকে গেলাম।
এই ব্যাপারে ডেলিভারি প্রতিনিধি বললেন, ফেসবুক থেকে বেশিরভাগ সময় ভুল জিনিস আসে। ভালো জিনিসের ছবি দেখিয়ে নকল জিনিস বিক্রি করা হয়। সবাইকে সাবধান থাকার বার্তা তার।

