সদ্যোজাতের দেহাংশ মুখে নিয়ে ঘুরছে কুকুর! জলপাইগুড়ি মেডিক্যালে ফের চাঞ্চল্য

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে টানা দুই দিন ধরে ঘটল হাড়হিম করা ঘটনা। শনিবার সদ্যোজাত শিশুর মাথা মুখে নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল একটি কুকুরকে। রবিবার সকালে ফের দেখা গেল, আরেকটি কুকুর সদ্যোজাতের দেহাংশ মুখে নিয়ে হাসপাতাল চত্বরে ঘুরছে। আতঙ্কে হতবাক রোগীর পরিবার ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরটির মুখে শিশুর নাড়িভুঁড়ি পর্যন্ত দেখা যাচ্ছিল। হাসপাতালের মাতৃমা বিল্ডিং ও ফার্মাসি কলেজের সামনে এই দৃশ্য নজরে আসে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে দেহাংশ উদ্ধার করে। প্রশ্ন উঠছে, মেডিক্যাল কলেজে অজস্র সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে টানা দুই দিন ধরে এমন ভয়াবহ ঘটনা ঘটছে। রোগীদের নিরাপত্তা ও হাসপাতালের কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

মেডিক্যাল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁ জানিয়েছেন, “আজকের ঘটনাও পুলিশের কাছে জানানো হয়েছে। তদন্ত চলছে।” অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি দাবি করেছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তদন্ত রিপোর্ট কখনও প্রকাশ্যে আসে না। পাল্টা তৃণমূলের বক্তব্য, স্বাস্থ্য দপ্তর তদন্ত করবে এবং কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

About The Author