স্কুলছাত্রীর সঙ্গে অপকর্মে অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপো, ব্যাগে মিলল প্রেগন্যান্সি কিট

জলপাইগুড়ি: তিস্তা উদ্যানে নিয়ে গিয়ে ক্লাস এইটের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে। স্কুল ছাত্রীর ব্যাগ গোছানোর সময় ভেতরে প্রেগন্যান্সি টেস্টকিট দেখে জিজ্ঞেস করতেই প্রকাশ হয়ে গেল এই কাণ্ড। যৌন নিগ্রহের পরই মেয়েটিকে ওই কিট দেয় অভিযুক্ত। জলপাইগুড়ির ঘটনায় ব্যাপক শোরগোল।

শনিবার রাতে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারটি। ঘটনার আট ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, পরিচিত হওয়ার সুবাদে অভিযুক্তের টোটোতে করে মাঝেমধ্যেই স্কুলে যেত মেয়েটি। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে মেয়েটিকে শহরের তিস্তা উদ্যান এলাকায় নিয়ে যায়। এরপর তাকে জোর করে একটি চকলেট খাওয়ায় বলে অভিযোগ। ছাত্রীটি তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে তিস্তা পারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে অপকর্ম করে বলে অভিযোগ। এরপর মেয়েটিকে হুমকি দেওয়া হয় বলে খবর।

অভিযুক্ত টোটো চালকের কাকা তাদের গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত। নির্যাতিতার দাদু বলেন, ‘আমরা অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ অপরদিকে, ছাত্রীর দিদা জানান, তাঁর মেয়ে নাতনির স্কুল ব্যাগ গোছাতে গিয়ে আঁতকে ওঠে। দেখেন প্রেগন্যান্সি টেস্ট কিট রয়েছে তার ব্যাগে। কীভাবে তাঁর ব্যাগে এই কিট তা জানার জন্য চেপে ধরতেই বলে ওই টোটো চালক তার সাথে যৌন নিগ্রহ করার পর তাকে এই কিট দিয়েছে।

About The Author